সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
মোফাজ্জল হোসেন হিরা, ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ ইসলামিয়া মাদরাসার উদ্যোগে বুধবার বাদ আছর হতে শেষ রাত পর্যন্ত ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামি মহাসম্মেলনে সভাপতিত্ব করেন নেত্রকোণার পীরেকামেল মাওলানা মাঈন উদ্দিন, বাদশাগঞ্জ ইসলামিয়া মাদরসার ইমাম ও খতিব হাফেজ মাওলানা আনোয়ারের সঞ্চালনায় বিশিষ্ট মেহমান ঢাকার ইসলামি চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন মাওলানা ইলিয়াস হামিদী, নবীগঞ্জের প্রখ্যাত মোফাচ্ছিরে কোরআন মাওলানা নূরুল হক, অত্র মাদরাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক মাওলানা সৈয়দ আরমান নুর, সেলবরষ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ নুর হোসেন, পাইকরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান ও স্থানীয় উলামে কেরাম ওয়াজ ফরমান। সম্মেলন শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।