বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাই উপজেলা জগদল ইউনিয়নে জগদল সানরাইজ ক্রিকেট টিমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিজয় দিবস কাপ ক্রিকেট কাপ ২০১৭/২০১৮, এই খেলা উদ্বোধন করা হবে ১৬ ডিসেম্বর থেকে। পুরস্কার হিসেবে থাকবে ১ম ১৫০০০ হাজার টাকা ও ডিজিটাল ট্রফি দাতা হচ্ছেন এমরান হোসেন স্পেন প্রবাসী, ২য় পুরস্কার নগদ ১০.০০০ হাজার টাকা ও ডিজিটাল ট্রফি দাতা আফজাল হোসেন লন্ডন প্রবাসী। উক্ত খেলায় বিচারক মন্ডলীতে থাকবেন জগদল গ্রামের মুরব্বিবৃন্দ। সানরাইজ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক আফজল হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুুলা খুব জরুরি, খেলাধুলা মনমানশিকতা বৃদ্ধি করে তাই এই প্রতিযোগীতার আয়োজন, এর সানরাইজ টিমের এমন আগ্রহ দেখে নতুন জার্সি উপহার দেন।