মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট লেখক ফোরাম’র উদ্যোগে আলোচনা সভা সংবর্ধনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ৮ ডিসেম্বর শুক্রবার অলংকারী পৌদনাপুর দাখিল মাদরাসা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল হক। বক্তব্যে তিনি বলেন, অসহায়দের সেবা করাই হচ্ছে সর্বোত্তম ইবাদাত। সিলেট লেখক ফোরাম সাহিত্য সংস্কৃতি চর্চার পাশাপাশি মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের স্বাধীনতার ইতিহাস আরও বেশি করে নতুন প্রজন্মের কাছে পৌছে দেবার ব্যবস্থাসহ অসহায়দের চিকিৎসাসেবায় অতীতেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে বর্তমানেও সে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, লেখক ফোরাম বহুমুখী কার্যক্রমসহ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশে বিদেশে অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি আমাদের গুণীজনদের সম্মান দিয়ে সমাজে গুণী সৃষ্টিতে প্রেরণা দিয়ে যাচ্ছেন। পরিবেশ রক্ষায় তারা বৃক্ষরোপন কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। এসব কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।
ফোরামের সাংগঠনিক সম্পাদক মাওলানা কবি মোঃ ছাদিকুর রহমান এবং মাদরাসার সুপার মাওলানা মোঃ আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাউন্ট এডোরা হসপিটালের পরিচালক মেডিসিন বিশেষজ্ঞ ডা: মাহবুব আলী জহির। অনুষ্ঠান উদ্বোধন করেন অলংকারী পৌদনাপুর দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ শাহ আলম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউ,কের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য আব্দুল বাছিত রফি, বিশ্বনাথ এইড ইউ,কের সাধারন সম্পাদক, লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য কবি আবুল হাসনাত, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার আব্দুল মজিদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী শিক্ষানুরাগী মোঃ একরাম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মর্নিংস্টার একাডেমির পরিচালক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি সমাজসেবী শিক্ষানুরাগী মিজানুর রহমান মোজাহিদ, ডাঃ ফারহানা বেগম হেনা, ডাঃ মামুন মিয়া। অনুষ্ঠানে বিশ্বনাথ এইড ইউ,কের সাধারন সম্পাদক আবুল হাসনাত মাদরাসার গরিব ছাত্রদের ড্রেস বাবৎ বিশ্বনাথ এইড ইউ,কের পক্ষ থেকে পয়ত্রিশ হাজার টাকার অনুদান ঘোষনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল ওদুদ, পশ্চিম অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী মোঃ লিয়াকত আলী, মাদরাসা পরিচালনা কমিটির ট্রেজারার মোঃ ফজর আলী, সমাজসেবী ওয়াতির আলী, আছলম আলী প্রমূখ। অনুষ্ঠানে এলাকার শতাধিক অসহায় রোগীর ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি