শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ডিজিটাল করণের অংশ হিসেবে নেটিজেন আইটি লিমিটেডের সাথে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদরাসার চুক্তিপত্র বুধবার স্বাক্ষরিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির এক বৈঠকে সভাপতি জাকির হোসেন হান্নানের সভাপতিত্বে ও সুপার কে এম সুলতান মাহমুদের সঞ্চলনায় এ চুক্তিপত্র সম্পন্ন হয়। এ সময় বৈঠকে সিরাজ মিয়া, মাওলানা জসিম উদ্দিন, লুৎফুন নেছা খানম, মোঃ নূরুল ইসলাম, মোঃ হুমায়ুন মনির, মোঃ নিজাম উদ্দিন, নেটিজেন আইটি লিমিটেডের বিডিপি জুবের সরদার দিগন্ত ও বিইপি মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, এই সফটওয়ারটি আমাদেরকে কাজের অনুপ্রেরণা দিবে।