শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার: সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা এডিসির অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগীতায় এবং আইডিয়া সমষ্টি প্রকল্পের আয়োজনে মাঠ পর্যায়ে উপকারভোগীদের সহজে সেবাপ্রাপ্তির জন্য উপজেলা পর্যায়ে সকল সেবা প্রদানকারীদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত। রোববার সকাল ১০ ঘটিকায় তাহিরপুর উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে সকল সরকারী সেবা প্রদানকারীদের সাথে আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মহিম উদ্দিন বলেন এই ধরনের সমন্বয় সভায় থাকতে পেরে খুব ভাল লাগছে, আইডিয়া সমষ্টি প্রকল্পের উন্নয়নমূলক কর্মকান্ডে আমাদেরও সহযোগীতা থাকবে। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী আলমগীর কবির, পরিবার পরিকল্পনা সহকারী সজল কুমার, স্বাস্থ্য পরিদর্শক বিকাশ দাশ, একটি বাড়ি একটি খামার এর মাঠ কর্মী সামায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম, মাঠ সহায়ক বিদেশ রঞ্জন চৌধুরী, সন্দিপ কুমার মিত্র ও সামিউল কবির প্রমুখ।