বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : আফগানিস্তানের তালেবান আজ (সোমবার) প্রথমবারের মতো স্বীকার করেছে, তাদের সাবেক নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর দুই বছরের বেশি সময় ধরে চেপে রাখা হয়েছিল। একই সঙ্গে মোল্লা ওমরের মৃত্যুর সঠিক তারিখও প্রকাশ করেছে তালেবান। অবশ্য ২০০১ সালে কাবুলের ক্ষমতা থেকে তালেবানের পতনের পর আর মোল্লা ওমরকে প্রকাশ্যে দেখা যায়নি। আজ তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩ এপ্রিল মারা গেছেন মোল্লা ওমর। এছাড়া নতুন তালেবান নেতা মোল্লা মানসুরের জীবন বৃত্তান্তও এ বিবৃতিতে দেয়া হয়েছে। গত মাসে আফগান গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রথম মোল্লা ওমরের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। এর আগে জুলাই মাসেও মোল্লা ওমরের নামে বিবৃতি প্রচার করেছে তালেবান। অবশ্য মোল্লা ওমর যে মারা গেছে সেকথা গত ৩০ জুলাই প্রথম স্বীকার করে তালেবান। তালেবানের দলাদলি বেড়ে যাওয়ার আশংকায় মৃত্যু সংবাদটি প্রকাশ করা হয়নি।
এদিকে, মোল্লা ওমরের ছেলে এবং ভাইসহ অনেকেই মানসুরের নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করেছেন। তালেবান নেতা নির্বাচনে তাড়াহুড়া করা হয়েছে এবং এ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ছিল বলে দাবি করছেন তারা।