মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: “পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় আগামী ৩০ ডিসেম্বর ২০১৭ থেকে ৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফার সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এমএম ইলিয়াছ আলী, কেয়ার বাংলাদেশের রিনজু আরা বেগম।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প.প. সহকারী জুনেদ আহমদ, আরতি রাণী দাস, প.প. ইউনিয়ন পরিদর্শক ভুপতি রঞ্জন দাস, এনামুল হক, জাহিদুল ইসলাম সিদ্দিকী, বিপ্রেশ ভট্টাচার্য্য, দেব দুলাল তালুকদার, তারেক চৌধুরী, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমিন বেগম, তাজমিন বেগম, গুলশান আরা বেগম, মালবিকা দাস প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারীগণ।