বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
দক্ষিণ সুনামগঞ্জে এমএ মান্নান মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দক্ষিণ সুনামগঞ্জে এমএ মান্নান মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সামিউল কবির, স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহযোগীতায় আয়োজিত এমএ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি-রীক্ষা ২০১৭ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পরীক্ষা নিয়ন্ত্রক নিজাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এর ফলাফল তুলে দেন উত্তরন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজন এর হাতে। এতে উপস্থিত ছিলেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, শিক্ষক আবুল কালাম, আবু সুফিয়ান, ওমর আলী ও অন্যান্য শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন উত্তরন ক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম অমিত, সদস্য আমিনুল, সৈয়দুর রহমান ও সিরুল আমিন প্রমুখ। জানা যায়, গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত এমএ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী তিনটি উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর হতে প্রায় ৭০০ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় গ্রেড মিলিয়ে ৭৫ জনকে কৃতকার্য দেখানো হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩৩৫ জন, সদর উপজেলার ৯৭ জন ও জগন্নাথপুর উপজেলার ২৩৪ জন সর্ব মোট ৭১১ জন ফর্ম ফিলাপ করলেও পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৬৬৬ জন। এরমধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মেধা ক্রমানুসারে ১ম গ্রেডে ১০ জন, রোল নং-১৪০, ৩৮, ৩০৭, ৬৯৯, ২৭৭, ৬৯, ৬৯৭, ২৮৪, ৭০১, ২১৬।
মেধা ক্রমানুসারে-২য় গ্রেডে ১৫ জন, রোল নং-৭১২, ৭৫, ৩২৬, ২১৮, ১৮২, ৭, ২৮১, ৩২৮, ২৮০, ৩২৭, ২৬২, ১১, ৬, ২৬১, ২৪৭।
সদর উপজেলা মেধা ক্রমানুসারে ১ম গ্রেডে ১০ জন, রোল নং-৬৬১, ৬৬৫, ৬৩৫, ৬২০, ৬২৬, ৬১৯, ৬০৪, ৬৫১, ৬৫৯, ৬৭১।
মেধা ক্রমানুসারে-২য় গ্রেডে ১৫ জন, রোল নং-৬০০, ৬২৩, ৬২৪, ৬৪৮, ৬৯১, ৬৭৫, ৬৬৯, ৫৯৮, ৬৩০, ৬০৩, ৫৮৫, ৬৩২, ৬৫৫, ৫৮৯, ৬০৭।
জগন্নাথপুর উপুজেলা মেধা ক্রমানুসারে ১ম গ্রেডে ১০ জন, রোল নং-৩৬২, ৩৫৪, ৩৬৯, ৩৫১, ৩৬৬, ৩৭৪, ৩৮৩, ৪৪৮, ৪৫২, ৩৮৪।
মেধা ক্রমানুসারে-২য় গ্রেডে ১৫ জন, রোল নং-৫৭৯, ৩৪০, ৫৪৩, ৩৫৬, ৩৮২, ৫০৭, ৫৫৬, ৪৩৩, ৩৯৮, ৪৫৪, ৩৮৫, ৩৬৫, ৩৭১, ৩৮৮, ৪৭১।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com