বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
জুবের সরদার দিগন্ত: সুনামগঞ্জের দিরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির ত্রি-বার্ষিক পূর্তি উদযাপন ও ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌর মেয়র মোঃ মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও শিক্ষিকা ইয়াসরিন বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দাস, মুক্তিযুদ্ধা ময়না মাষ্টার, সমাজ সেবক মুকতি সরদার, শাহাজাহান সর্দার, নেটিজেন আইটি লিমিটেড-এর বিজনেস ডেভলপমেন্ট পার্টনার জুবের সরদার দিগন্ত, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, প্রশান্ত কুমার দাস, স্কাউট দলনেতা তায়েফ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, শুরু থেকেই লক্ষ্যনীয়, অত্র প্রতিষ্ঠানটি আধুনিকতায় এগিয়ে। আজ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থপনা সফটওয়ার (এডুম্যান) এর মাধ্যমে প্রতিষ্ঠনটিকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরিত করায় দিরাই উপজেলার সর্বপ্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্টান হিসেবে যাত্রা শুরু করলো ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমি। তারা আরো বলেন, ২০১৫ সালে পঞ্চম শ্রেনীতে বৃত্তি অর্জনসহ পঞ্চম ও অষ্টম শ্রেনীতে শত ভাগ পাশ এবং ২০১৬ সালে ৪টা এ+ ও ৪টা বৃত্তিসহ পঞ্চম ও অষ্টম শ্রেনীতে শতভাগ পাশ। ২০১৭ সালে রিজাল্টের পাশপাশি খেলাধুলায়ও ভালো করেছে। বক্তারা তাদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরো ভালো কিছু দেখার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে শাহজাহান সিরাজ বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করা এবং শৃংখলা ও নৈতিকতার পাশাপাশি শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্ভৃদ্ধ করাই আমাদের লক্ষ্য।