রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধি: দিরাইয়ে চার শতাধিক শীতার্তদের মাঝে ভাটিপাড়া বাজারে সামাজিক সংগঠন চেইজ বিগিনস উদ্যোগে বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাটিপাড়া বাজারে সামাজিক সংগঠন চেইজ বিগিনস উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি, দিরাই শাল্লায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শামসুল ইসলাম। ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে ও হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শামসুল ইসলাম বলেন- জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের খেটে খাওয়া মানুষের খাদ্য, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সরকার হাওরপাড়ের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, সকল কর্মসূচি বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সরকার সারাদেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দিরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাপলা সংঘের সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল খয়ের, ‘চেইজ বিগিনস’র প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল জামান, বর্তমান সভাপতি ফয়সল আহমদ রুমন, শাপলা সংঘের সাধারণ সম্পাদক শাহআলম দ্বীপ, দিরাই উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, দত্তগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর দাস, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গবেন্দু রঞ্জন রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম নূর, প্যানেল চেয়ারম্যান কর্ন চন্দ্র দাস, ইউপি সদস্য রাছিন আহমদ চৌধুরী, ইউপি সদস্য ছালিক নূর, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক নির্বাহী সদস্য সেলিম আহমেদ মিঠু, হাওর উন্নয়ন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার কাজী, বাউল শিল্পী নুরুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল আহমদ, ফকির রাজু, পারভেজ, ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, আকিকুর রহমান প্রমুখ। চেইজ বিগিনসের পক্ষে উপস্থিত ছিলেন তামিমুল করিম হৃদয়, ফাহমিদ আহমেদ, এহতেমাম জিন্দানী নুরেল, কামরুল ইসলাম রুনেল, সোহাগ খাঁন, উত্তম দাস কাব্য, অপূর্ব দেব নাথ, শিব্বির আহমেদ, সৈয়দা খাদিজা, তানভীর আহমেদ তানভীর।