মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
আশরাফ অহমেদ, এম.সি কলেজ প্রতিনিধি: সিলেটের টিলাগড় কেন্দ্রিক গ্রুপিং রাজনীতির ভলি হওয়া ছাত্রলীগকর্মী তানিম খাঁন হত্যার বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে এম.সি কলেজসহ টিলাগড় সংলগ্ন এলাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রসহ তার সমর্থকরা। বুধবার (১০ জানুয়ারি) তানিম হত্যার বিচারের দাবিতে টিলাগড়ে রন্জিত গ্রুপ সমর্থীত ছাত্রলীগের নেতৃত্বে এম.সি কলেজে এক বিশাল মিছিল বের করা হয়। যেখানে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বৃহস্পতিবার ১২টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারের সামনে মানববন্দন ও শুক্রবার জুমার নামাজের পর তানিমের আত্বার মাগফেরাত কামনায় হযরত শাহ্জালালের মাজার সংলগ্ন দরগাহ মসজিদে মিলাদ মাহফিল করা হবে বলে জানা যায়। এ সময় তারা তানিমের হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের সর্বোচ্ছ শাস্তি ফাসির দাবি করেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এম.সি কলেজে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিলাগড়ে ছাত্রলীগের বিবাদমান (আজাদ-রন্জিত) দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার যের ধরে গত রবিবার রাত ৯টার দিকে টিলাগড়ে সিলেট সরকারি কলেজের ছাত্র তানিম খাঁন নামের এক ছাত্রলীগ কর্মীকে আজাদ গ্রুপ সমর্থীত কিছু বেপরোয়া কর্মী আলপাতারে ছুরিঘাকাত চালিয়ে হত্যা করে। উসমানী নগরের বুরঙ্গা গ্রামের ছেলে তানিম টিলাগড়ের রন্জিজ গ্রুপের একজন সক্রিয় কর্মী ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তানিম সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।