শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
গাছবাড়ীতে থানা বাস্তবায়ন ও রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাছবাড়ীতে থানা বাস্তবায়ন ও রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: ১১ জানুয়ারী রোজ বৃস্হপতিবার সকাল ১১ ঘটিকার সময় গাছবাড়ী আইডিয়্যাল কলেজ রোড এর সামনো গাছবাড়ী সচেতন নাগরিক কমিটির বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবন্দ, কলেজ, মাদরাসা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ ও সকল পেশাজীবী মানুষ অংশগ্রহন করেন। এতে নাগরিক কমিটির আহবায়ক বিশিষ্ট সামাজসেবী ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলে হকের সভাপতিত্বে ও সাংবাদিক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক এখলাসুর রহমান এখলাস, আহমদ আলী বীর মুক্তিযোদ্ধা, প্রভাষক আতিক আহমদ শামীম গাছবাড়ী কামিল মাদ্ররাসা, কামাল উদ্দিন, ফিরোজ বখত, আসাদুজ্জামান সিনিয়র শিক্ষক গাছবাড়ী মডার্ণ একাডেমী, মুহিউদ্দিন গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল, কামাল উদ্দীন সিলেট জেলা বিএনপির সদস্য, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবী মিসবাহ উদ্দিন, গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি জামাল উদ্দিন, সাংবাদিক জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান, মিসবাহ উদ্দিন, নারীনেত্রী ও সাবেক ইউপি সদস্য রুবী রাণী চন্দ, সাজ্জাদুর রহমান, যুবলীগ নেতা নুরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির, গাছবাড়ী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নেতা এখলাছুর রহমান, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আজিজুর রহমান খন্টু, বাজার যৌথ শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, শাহজালাল সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি ফাহিম আহমদ, সাংবাদিক আজাদ জয়নাল, সাংবাদিক জিয়াউর রহমান, সাংবাদিক নাহিদ আহমদ, মারুফ আহমদ প্রমুখ। এতে তারা মানববন্ধনে বক্তারা বলেন, গাছবাড়ী থানা হওয়ার মতো সকল সুযোগ-সুবিধা রয়েছে ও বর্তমানে গাছবাড়ীতে থানার খুবই প্রায়োজন। তবুও অজ্ঞাত কারণে কারক্ষেপন করা হয়েছে। থানা বাস্তবায়ন ও রাস্তাঘাটের উন্নয়ন হলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা সরকারে কোষাগারে জমা হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তারা। দেশের বিভিন্ন অঞ্চলে যখন উন্নয়ন হচ্ছে, ঐতিহ্যবাহী গাছবাড়ী এলাকায় তখন উন্নয়নে ছোঁয়া থেকে বঞ্চিত। প্রায় এক লাখ মানুষের সংযোগ গাছবাড়ী বাজারের রাস্তাঘাটের বেহাল এ অবস্থা আমাদের এই দু:খ-দুর্দশা জন্য মাননীয় এমপি মহুদয় কাছে রাস্তার ড্রেনসহ কাজের অগ্রগতির প্রতি আপনার সুদৃষ্টি কামনা করছি। এলাকাবাসী আশা করছে আপনি আমাদের দু:খ দুর্দশা লাঘবের ব্যাপারে গুরত্ব সহকারে বিষয়টি দেখবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com