মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: হাজার হাজার মানুষের চোখের জল আর ছাত্র-শিক্ষকদের আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে চিরবিদায় নিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌরসভাস্থ চণ্ডিপুর গ্রাম নিবাসী মোঃ আব্দুল মনাফ মিয়ার ছেলে সিলেটস্থ দারুল কোরআনের সিনিয়র মুহাদ্দিস মুফতি মাওলানা মুজাহিদ উদ্দিন (৫০)। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেল ৫টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ২ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজনসহ শত শত ছাত্র-ছাত্রী রেখে যান। বুধবার বেলা ২টা ১৫ মিনিটের সময় পশ্চিম চণ্ডিপুর বাইশালের মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজ পড়ার শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় মরহুমের নামাযে জানাযায় অনুভূতি পেশ করেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান, জামেয়া দারুল কোরআনের প্রিন্সিপাল ও সাবেক এমপি এ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার, মাওলানা আব্দুল বছির, মুফতি হাবিবে রব্বানী চৌধুরী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নূরউদ্দিন আহমদ, মাওলানা তাহির আহমদ প্রমুখ। জানাযায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল জলিল ইউসুফি, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, মাওলানা আবুল কাসেম, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা মুখতার আহমদ চৌধুরী, মাওলানা আবিদুর রহমান প্রমুখ।
শোকপ্রকাশ
দারুল উলূম দরগাহপুর মাদরাসার সাবেক শিক্ষক ও জামেয়া দারুল কোরআনের সিনিয়র মুহাদ্দিস মুফতি মুজাহিদ উদ্দিনের ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান, জামেয়া দারুল কোরআনের প্রিন্সিপাল ও সাবেক এমপি এ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ বোর্ডের নবনির্বাচিত মহাসচিব মাওলানা আব্দুল বছির, দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, আমার সুরমা গ্র“পের চেয়ারম্যান ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।