শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার দুপুরে উপজেলার হারুন মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নাািজম উদ্দিন, সাধারন সম্পাদক জামির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাসকে নির্বাচিত করা হয়।
অপরদিকে উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তা দল(বিএনপি)’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের কালীপুর গ্রাম সংলগ্ন মাঠে আলী আক্কাছ মুরাদ সভাপতি, সাধারন সম্পাদক মইনুল ইসলাম মোহন, সাংঠনিক সম্পাদক মনির হোসেনকে নির্বাচিত ঘোষনা করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।