শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ‘একুশে সাহিত্য সংসদ দিরাই’-এর উদ্যোগে নিয়মিত সাহিত্য আসরের অংশ হিসেবে বিকেল ৬টায় দিরাই থানারোডস্থ জনতা হোটেলের হল রুমে এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সংসদের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সঞ্চালনায় আসরে উপস্থিত ছিলেন মোঃ বদিউজ্জামান সরদার, জিয়াউর রহমান লিটন, মোঃ মোস্তাহার মিয়া (মোস্তাক), মোঃ মাহবুব হোসেন, রুকনুজ্জামান জহুরী, সামসুজ্জামান লিকসন, আকতার সাদিক, মোঃ রশিদ চৌধুরী। সাহিত্য আসরে মোঃ রফিকুল ইসলামের লেখা ‘অভয় মন্ত্র’ ও মোঃ মাহবুব হোসেন রচিত ‘অপেক্ষা’ পাঠ করেন মোঃ বদিউজ্জামান সরদার, রুস্তম বিন ছমিরুদ্দিনের লেখা ‘ভাষা শহীদদের কীর্তি’ পাঠ করেন রুকনুজ্জামান জহুরী ও কাজী আতিকের লেখা ‘আমি বিজয় দেখেছি’ আবৃতি করেন আকতার সাদিক।
সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রকাশিতব্য ম্যাগাজিন প্রকাশের জন্য মোঃ বদিউজ্জামান সরদারকে সম্পাদক মণ্ডলীর সভাপতি ও নিরেশ চন্দ্র রায়কে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট একটি সম্পাদনা পরিষদ গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন সহ-সম্পাদক জিয়াউর রহমান লিটন, সদস্য মোঃ মোস্তাহার মিয়া (মোস্তাক), প্রশান্ত সাগর দাস, সামসুজ্জামান লিকসন ও আকতার সাদিক।