শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জ পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক আইয়ব বখত জগলুলের অকাল মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন মহল গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার পৃথকভাবে শোকপ্রকাশ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। অপরদিকে বিকাল ২টায় শান্তিগঞ্জ বাজারস্থ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, দপ্তর স¤পাদক দিলীপ তালুকদার, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক আইয়ব বখত জগলুলের অকাল মৃত্যুতে পৃথকভাবে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা মোছাঃ ফারহানা ইয়াছমিন সীমা, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ, সাধারণ স¤পাদক এমএ কাসেম, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এমএম ইলিয়াছ আলী, কার্যাকরি সদস্য সালেহ আহমদ হৃদয় প্রমূখ।