শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
সাজু অাহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধি: প্রতিনিয়ত ভাঙছে কুশিয়ারা। কাঁদছে মানুষ, বিলীন হচ্ছে সুনামগঞ্জের দিরাই উপজেলা আকিলশাহ বাজারসহ আশেপাশের অধিকাংশ ফসলি জমি এবং ঘড়-বাড়ি। ভাঙ্গনের কবল থেকে কবে রেহাই পাওয়া যাবে সেটা হয়ত কেউ যানে না, ভিটেমাটিহীন হয়ে অনেক পরিবারের শেষ আশ্রয় স্থল এখন রাস্তায়। সময়ের বিবর্তনে কুশিয়ারা ভাঙ্গন এখন তীব্র আকার ধারণ করেছে। চারিদিকে ভিটে মাটি হারিয়ে মানুষজনের হাহাকার চলছে। ভাঙ্গন প্রতিরোধ কাজে ধীরগতি থাকার কারনে বাজারের অনেক ব্যবসায়ী হতাশ হয়ে পরেছেন। ইতিমধ্যে এই বাজারের প্রায় ৫০টার ও বেশী দোকান ঘড় এবং ২০টির ও বেশী বসতী বাড়ী নদীতে বিলিন হয়ে গেছে। নদীভাঙনের কবলে বিলীন হওয়ার পথে এখন গুরুত্বপুর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ খোদ সরকারী স্থাপনাগুলো রয়েছে হুমকির মুখে। নদীভাঙন যেন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। অাকিলশাহ বাজার ব্যবসায়ী রুমেল অাহমেদ, অানছার অাহমেদ, লিটন মিয়া, টিপু মিয়া, সবজি ব্যবসায়ী শহিদ মিয়া তারা বলেন, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গনে প্রতিরোধে প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু প্রায় দুই বছর হয়ে গেলেও এখনও কাজের কাজ অর্ধেক হয়নি। অথচ এই বাজারে প্রায় প্রতিদিন তিন থেকে চারশত মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহ করে তাকেন। তারা আর বলেন দ্রুত কাজ শেষ না করলে বাজারের অস্তিত্ব তাকবেনা। বাজার পরিচালনা কমিটির সভাপতি জনাব তৈয়ব অালী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, যে হারে ভাঙ্গন দেখা দিয়েছে, দ্রুত কাজ শেষ না করলে বাজারসহ আশেপাশের এলাকার মারাত্মক ক্ষয়ক্ষতি হবে।