মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুলঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মিয়া, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলিগের দপ্তর সম্পাদক ও সিলেট জজ কোর্টের অতিরিক্ত পি পি এডভোকেট শামসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাদ মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রাহমান, সিলেট মহানগর তাতীলীগের সাধারন সম্পাদক নোমান আহমদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন হাজী শায়েস্তা মিয়া, হাজী তালেব আলী, প্রবীন আওয়ামীলীগ নেতা জনাব আব্দুল হাফেজ, অত্র গ্রামের মুরুব্বী নৌশাদ মিয়া, নাগেরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুয়েদ আমীন, পিতাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুয়েব আহমেদ, রাড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, নাচনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গীতেশ চন্দ্র দাস, গলিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রানেশ চন্দ্র দাস, পীর আকিলশাহ একাডেমীর শিক্ষক সুভাষ চন্দ্র দাস, মধ্য হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী, টংঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বাছির, হাতিয়া সুরিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকেতু রঞ্জন দাস, বরইতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ বাছির মিয়া, সোয়াতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা দাস, জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঝুটন দাস, তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রবীর ব্রম্মচারী, ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জ্যোৎস্না রানী দাস, ভাইটগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাক্ষি রানী দাস, ধাইপুর সরকারি বিদ্যালয়ের শিক্ষক জোতিময় মজুমদার, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসিত বরং তালুকদার, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবেদ আলম, কুলঞ্জ ইউ/পি ছাত্রলীগ যুগ্ম সাধারন সম্পাদক সাজু আহমেদ, উপসম্পাদক রাজ্জাক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ নুর, সিলেট ছাত্রলীগ নেতা জাহেদ, আকিক প্রমুখ।
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়নের ২০টি বিদ্যালয় অংশ নেয়। সভায় বক্তাগন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অব্যাহত রাখতে হবে। ক্রীড়া ও দেশীয় সংস্কৃতিকে শিশুরা যদি লালন করতে পারে তাহলে আজকের এই শিশুরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। আর এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারেন শিক্ষকরা। তাই পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চ্চার সুযোগ দিতে হবে।