মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত অনুলিপি প্রকাশ করেছে আদালত। সোমবার বিকালে খালেদা জিয়ার আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্র জানায়, দুপুরেই রায়ের অনুলিপি প্রিন্ট করা হয়। ৬৩২ পৃষ্ঠা রায়ের অনুলিপি দিতে ১১৬৮ ফোলিও প্রিন্ট দেওয়া হয়। এর আগে রোববার বেলা ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য সানাউল্লাহ মিঞা রায়ের অনুলিপি কখন দেওয়া হবে, তা আদালতের কাছে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫এর বিচারক আখতারুজ্জামান সোমবার অনুলিপি দেয়া কথা জানান। এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডের রায় দেন ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান। ৬৩২ পৃষ্ঠার এই রায়ের অনুলিপি দিয়ে এখন হাই কোর্টে আপিল করে জামিনের আবেদন জানাবেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত রায়ের কপি আগামীকাল সোমবার দেওয়া হবে। রায়ের কপি পেতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবি সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে রোববার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এক আদেশে একথা জানান। শুনানিতে রায় কপি আজকে দেওয়া সম্ভব হবে কিনা পেশকারের কাছে কাছে জানতে চান বিচারক। পেশকার জানান, আজ কপি দেওয়া সম্ভব হবেনা। শুনানিতে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও হেলাল উদ্দিনসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন।