মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:২১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বড় ছেলে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ (২৩ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৭টা৩০ মিনিটে রাজধনীর ধানমন্ডির একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমীরের দায়িত্ব পালন করেন। পরে তিঁনি পরপর কয়েকবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্বভার তার ছোট ভাই ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন। মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন।
এদিকে, দেশের এই র্শীষতম আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন, মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরফুদ্দীন ই্য়াহইয়া, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খান।
বরুনা মাদরাসার শোক:
মাওলানা ক্বারী আহমাদুল্লাহ আশরাফ রাহিমাহুল্লাহু তা’আলার ইন্তিকালে মৌলভীবাজার জামিয়া লুৎফিয়া বরুণা ও আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেন বরুণার পীর সাহেব আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী, বরুণা মাদরাসার নায়েবে সদরে মোহতামিম মাওলানা গাজী শেখ নূরে আলম হামিদী, বরুণা মাদরাসার মোহতামিম, মিডিয়া ব্যক্তিত্ব, আল খলীল কুরআন শিক্ষাবোর্ড-এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা কারী শেখ বদরুল আলম হামিদী, জামিয়ার শিক্ষসচিব মাওলানা রশিদ আহমদ হামিদী ও বোর্ডের সম্পাদক মাওলানা হিলাল আহমদসহ জামিয়ার উস্তাদ ও বোর্ডের কর্মকর্তাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। মরহুমের ইন্তিকালে জাতি এক যোগ্য অভিভাবক হারালো। আমরা উনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।