শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সিলেট পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পাউবো কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ভুঁইয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো হারুনুর রশিদ, জেলা পাউবো কমিটির সদস্য প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পাউবো সদস্য দীলিপ তালুকদার, সদস্য হাবিবুর রহমান দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও পাউবো সদস্য কাজী জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাব সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, ইউপি সদস্য কামাল হোসেন, পিআইসি শাহিনুর রহমান, আফজাল হোসেন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন। সোমবার দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ডেকার হাওরের ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও উন্নয়ন ও অনুন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিলেট পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম জানান, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ নম্বর (পিআইসির) বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো হারুনুর রশিদ জানান, আগামী ২৮ তারিখের মধ্যে নির্মানাধীন বাঁধের কাজ শেষ করতে না পারলে পিআইসিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।