রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুর ১টায় উপজেলার পাগলা বাজার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দলীয় নেতা কর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের নেতৃত্বে ব্যবসায়ী, সাধারণ জনগণ, শ্রমিক, মজুরদের মাঝে লিফলেট বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, আসাদুজ্জামান, সিরাজ মিয়া, মাস্টার শফিকুল ইসলাম, শাহীন মিয়া, কামাল পারভেজ সাজন, তানিম আহমদ, লিটন মিয়া, মানছুর আহমদ প্রমুখ।
অপরদিকে বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ব্যবসায়ী, সাধারণ জনগণ, শ্রমিক, মজুরদের মাঝে সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনছার উদ্দীনের নেতৃত্বে দলীয় নেতা কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দীন, উপজেলা বিএনপি নেতা আউয়াল উদ্দীন, মিঠু, নুর আলী, তুরন খান, সালিক আহমদ, রঞ্জিত সুত্রধর, মামুন আহমদ প্রমূখ।