শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামের নিকটবর্তী মদিনা অটো রাইসমিলে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুলে রাইস মিলের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার আগে মদিনা অটোরাইস মিলে কোন কাজ না থাকায় মিলে তালা দিয়ে সবাই চলে যায়। সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় ইলেক্ট্রিক সর্টসার্কিট থেকে আগুন লেগে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন, তাৎক্ষনিক সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে রাইসমিলের মালিক মনির উদ্দিন জানান, আগুনে তার অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সব শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি।