মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর গ্রামে সরকারি কমিউনিটি ক্লিনিক ও সদরপুর সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন, ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ ফিল্ড সার্ভিস সায়রোজ মাউজি। বৃহ¯পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর সরকারি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা গ্রামের মহিলাদের সাথে কথা বলেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ ফিল্ড সার্ভিস সায়রোজ মাউজি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফ সিলেট অঞ্চলের চিফ অফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মফিজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক বিনয়ভূষন চক্রবর্তী, পুষ্টিবিদ মাহবুবুল আলম, এফআইভিডিবির কমিউনিটি মবিলাইজেশন অফিসার হানিফ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, জেলা কৃষক লীগ সদস্য মাসুক আহমদ, ইউপি সদস্য আব্দুল বাতিন প্রমূখ।
পরে সকাল ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।