মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: দীর্ঘ এক মাস জেলে বাস করে এখন অসুস্থ হয়ে পড়েছে প্রতিবন্ধী মিজান, স্থানীয় সূত্রে জানা যায়। গত ৮ ফেব্রুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পরপরই স্থানীয় গাছবাড়ী বাজারে বিএনপি সর্মথিত নেতাকর্মী মিছিল বের করলে পুলিশ মিছিল থেকে ২ নেতার মধো তাকে ধরে নিয়ে যায় পুলিশ। গত ৬ মার্চ দীর্ঘ এক মাস জেলে বাস করে জামিনে মুক্তি লাভ করে প্রতিবন্ধী মিজান। তবে জেল থেকে বের হয়ে তার শারিরিক অবস্তা বেশী ভাল নয়। গত ৯/২/১৮ গাছবাড়ী বাজারে হঠাত অজ্ঞাত হয়ে পড়ে রয়েছে এই প্রতিবন্ধী মিজান পরে স্থানীয় লোকজন থাকে গাছবাড়ী বাজার আইডিয়্যাল ডায়াগনষ্টিক এন্ড হেল্থ কেয়ার সেন্টার থাকে চিকিংসা দেওয়া হয়।। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ইবনেসিনা হাসপাতালে পাঠানে হয়। সে ৭নং দক্ষিন বানীগ্রামের লামাপাড়া গ্রামের দরিদ্র কৃষক নুর উদ্দিন তার বাবার বয়স (৭০) তাদের পরিবারের সদ্যস সংখ্যা ৮ জন, মিজান পরিবারের বড় ছেলে, তার বাবা একজন দিন মজুর, এই ৭০ বছর বয়সে তার পরিবারের যাবতীয় খরচ বহন করতে না পারায় মিজান মানুষের কাছে ভিক্ষা করে। এখন মিজানের চিকিংসা খরচ স্থানীয় বিএনপি নেতাকর্মিরা বহন করছে বলো জানা যায়। তবে গতকাল থাকে দেখতে গিয়ে তার মায়ের অঝরা কান্না এই প্রতিবন্ধী পাগলা মিজান উন্নত চিকিংসা হলো তার এই মানসিক এই রোগ ভালো হবে বলে মায়ের বিশ্বাস। তবে উন্নত চিকিংসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন তার মায়ের কান্না এক দিকে অভাবের সংসার অন্ন দিকে প্রতিবন্ধী ছেলে অন্ন দিকে বৃদ্ধা স্বামী তবে মিজানের চিকিংসার জন্য অনেক অর্থের প্রেয়োজন যদি কেউ সহযোগিতা করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন-01730480595