মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে ওরস ও মেলার নামে অনৈতিক কার্যকলাপ আয়োজনের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ওরস ও মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হয়েছে। মঙ্গলবার জুহরের নামাজের পর স্থানীয় মধুরাপুর বাজারে ওরস বন্ধের দাবিতে ইসলাম বিরোধি কার্যকলাপ প্রতিরোধ কমিটির ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হকের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা মহিবুর রহমান চৌধুরী, মতিউর রহমান ওমর, ডা. কাজী আবু তালেব, মাওলানা আবুল কাসেম, মাওলানা মনিরুল ইসলাম, মাহবুব বখত চৌধুরী, মাওলানা জুবায়ের খান মাফিক, হাফিজ পাকুল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, এখানে কোন মাজার নেই, তারপরও ওরস কেন। একটি মহল নিজেদের অনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে ওরসের নাম ব্যবহার করে মদ-গাজার আসর বসায়, ভাড়া করে নর্তকী এনে নাচ গানের আয়োজন করে, যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই এবার আমরা ঐদিনে সেখানে তাফসির মাহফিল করব। তাফসির পেশ করবেন শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান। তাফসির শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হবে।