শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা: নয়াগাঁও পশ্চিম যু্ব সমাজ কর্তৃক আয়োজিত এক বিরাট স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনি খেলা সম্পন্ন হয়। ১৭/০৩/১৮ বিকেল ৩ ঘটিকার সময় নয়াগাঁও পশ্চিম ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়।
এতে ৭নং ওর্য়াড সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আবুজর আহমেদের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সাবেক চোয়াম্যান ৬নং সদর ইউ/পি ও বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাসুদ আহমেদ চোয়াম্যান ৭নং ইউ/পি ও বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আব্দুস সাত্তার যুগ্ম-আহবায়ক সিলেট জেলা আইনজিবী ও নয়াগাঁও পশ্চিম যুব সামাজের নেত্বীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উক্ত খেলায় দুটি দল অংশ গ্রহণ করেন -তারা হচ্ছে নতুন কুড়ি স্পোর্টিং ক্লাব জৈন্তাপুর উপজেলা বনাম চমৎকার স্পোর্টিং ক্লাব ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়ন কানাইঘাট উপজেলা। নতুন কুড়ি স্পোর্টিং ক্লাব জৈন্তাপুর উপজেলাকে সরাসরি ট্রাইবেকারের মাধোমে ২ শূন্য গোলে হারিয়ে চমৎকার স্পোর্টিং ক্লাব ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়ন কানাইঘাট উপজেলা বিজয় লাভ করে।