রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : উপমহাদেশের প্রখ্যাত ইসলাম ধর্ম প্রচারক, ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ) এর ৬৯৬তম ওরস মোবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি গরু প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে গরুটি প্রদান করা হয়। এ সময় একটি গিলাবও প্রদান করা হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে গরুটি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহ ফরিদ আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হাজী ফারুক আহমদ, কবির উদ্দিন আহমদ, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, লোকমান চৌধুরী, বদরুল ইসলাম জাহাঙ্গীর ও ছাত্রলীগ নেতা শাহরিয়ার আলম সামাদ প্রমুখ। এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গিলাব প্রদান করা হয় শাহজালাল (রহ) এর মাজারে।