রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): জাতিসংঘ কর্তৃক স্বল্পন্নোত দেশ হতে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য অর্জন করায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন ও শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় তেঘরিয়া গ্রামস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ সৈয়দা শমসাদ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাসুদ আহমদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী রুবাইয়াত জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, কৃষি ব্যাংক কর্মকর্তা কৌশির রঞ্জন দাস, মো. নুর হোসেন, আসাদ আলী, আবুবক্কর সিদ্দিক, আব্দুল কাদির জিলানী, জুয়েল আহমদ, হুমায়ূন কবির, আবু খালেদ, সুমন দেব প্রমুখ।
উক্ত খেলায় উপজেলা প্রশাসন ও শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি ০২-০২ গোলে ড্র করে।