শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : রাজধানীর উত্তরায় আশকোনা হাজি ক্যাম্পের সামনের রাস্তায় আজ শুক্রবার বিক্ষোভ করেছে হজযাত্রায় বঞ্চিত ব্যক্তি ও কয়েকটি ট্রাভেল এজেন্সির সদস্যরা। জুমার নামাজের পর ক্যাম্পের ভেতর থেকে বিক্ষোভ মিছিলসহ বের হয়ে সামনের রাস্তায় এসে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তারা দাবি করেন, ‘মোয়াল্লেম ফি’ জমা দেয়ার পরও অনেকেই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। এ জন্য তাঁরা ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও হজ ক্যাম্পের এক কর্মকর্তাকে দায়ী করেন। এ দুজনের যোগসাজশে ভুয়া ডেটা এন্ট্রি করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা। সমাবেশে বক্তারা দুর্নীতিবাজদের অপসারণ ও শাস্তির দাবি করেন।