রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে কালধর গ্রামের পাশেই শাওদের কোনা হাওর সেই হাওরে এবার মানসম্মত বেড়িবাধ নির্মাণ হওয়ায় স্থানীয় কৃষকসহ জনমনে স্বস্তি বিরাজ করছে। যদিও প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই। তবুও ভাল কাজ দেখে কৃষকদের মনে অনেকটা শান্তি দেখা দিয়েছে। মানসম্পন্ন বেড়িবাধ নির্মাণ হয়েছে। অন্য বছরের তুলনায় এবার বরাদ্দও ছিল অনেক বেশি। সেই সাথে ছিল কঠোর তদারকি। সব মিলিয়ে সময় একটু বেশি লাগলেও ভাল কাজ হয়েছেজগদল ইউনিয়নের কালধর গ্রামের শাওদের কোনা হাওরে প্রকল্প অনুযায়ী যে রকম কাজ করার কথা জগদল ইউনিয়নের প্রত্যেকটা বাধঁ থেকে এগিয়ে শাওদেন কোনা বাধঁ, বাধেঁর পিআইসি সভাপতি মরম উল্লা বলেন, আমি আমার যথাসাধ্য মত কাজ করেছি, প্রকল্প অনুযায়ী বাধেঁর কাজ শেষে বাধেঁর সব পাশে বন লাগানোর কথা, আমার বাধেঁ সেই বন লাগানো এখন শেষের পথে, আমি আশা আর দুই দিনের মধ্যে আমার কাজ সম্পুর্ন হবে।