বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ওয়ার্ড কমিটির প্ল্যাণ শেয়ারিং সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর বাজারে ৯নং ওয়ার্ডের অফিস কক্ষে এ সভা অনুষ্টিত হয়। চাঁদের আলো ও সূর্যের হাসি প্রকল্পর সহযোগীতায় ও উদ্দীপনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউনিয়নের নীল আকাশ-এর সভাপতি মুকসিনা আক্তার। উদ্দিপনের মাঠ সহায়ক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার। বিশেষ অতিথি ইউপি সদস্য ও ইউপি আওয়ামীলেিগর সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রানা, পদক্ষেপ এর উপজেলা সমন্বয়কারী শাখাতুল রহমান সগির, চাঁদের আলোর সভাপতি ময়না রানী, সূর্যে হাসি সভাপতি কবির নেছা, গণ্যমাণ্য ব্যক্তি নানু সরকার, জগদিৎ, নবাব মিয়াসহ সংগঠনের নেত্রীবৃন্দ।