সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালী শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোঃ আবু বক্কর-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান।
সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক নূরুল হক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য সকারী মাসুক আহমদ, উপজেলা পঃ পঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা স্যানেটারী অফিসার মোঃ শহীদ উল্লাহ, এস আই আলা উদ্দীন, যুব উন্নয়ন অফিসের শওকতুল ইসলাম, এনজিও প্রতিনিধি রেঞ্জুয়ারা বেগম, পশ্চিম পাগলা স্বাস্থ্য পরিদর্শিকা গৌরী ভট্রাচার্জ, ভূমিহীন মাওঃ শাখাওয়াত হোসাইন প্রমুখ।
অপরদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিড-এর সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।