রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : আল-আশেখ বলেন, ছবি নির্মাতারা বিশ্বাসযোগ্য নয়। বৃহস্পতিবার আল হায়াত সংবাদপত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়, বুধবার ছবিটি প্রসঙ্গে কথা বলেন আল-আশেখ। ছবিটি প্রদর্শন এবং প্রচারণা নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলে, এটা নবীর (সা) মর্যাদাহানী করেছে। তিনি বলেন, রাসুলুল্লাহর (সা) বিশেষ শারীরিক ও নৈতিক গুণাবলী রয়েছে, যা কখনও চলচিত্রে তুলে ধরা উচিত নয়। তিনি আরও বলেন, ছবিটির নির্মাতারা বাস্তবতা তুলে ধরছেন না। এটা অশোভন কাজ, যার কোন ধর্ম নেই। এটা ইসলামের পুরোদস্তুর অবমাননা। যারা নবী (সা) কে মহিমান্বিত করতে চান তাদের উচিত তাঁর সুন্নাহ প্রচার করা, তার ছবি দেখানো নয়। হজরত মুহাম্মদ (সা)-কে নিয়ে নির্মিত ইরানি চলচ্চিত্রকে অনৈসলামিক বলে আখ্যা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-আশেখ। শরিয়তে এ ছবি নির্মাণের অনুমতি নেই এবং এটা ইসলামবিরোধী কাজ বলে তিনি মন্তব্য করেন।