শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে বীরগাঁও ফুটবল টুনামেন্টেরে ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বীরগাঁও দক্ষিণপাড়া যুবসংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুনামেন্টেরে ফাইনাল খেলায় বিশিষ্ট মুরুব্বী রিয়াজুল ইসলাম রাইজুলের সভাপতিত্বে ও জননী ফাউন্ডেশন সিলেটের সাধারণ স¤পাদক আমজাদ হসেনের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফারুক আহমদ, জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দীন, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক, শহীদ নুর শহীদ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নুর জালাল করিম, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান প্রমূখ।
স্বপন ¯েপাটিং ক্লাব নয়াবাড়ী ও রুজেল ¯েপাটিং ক্লাব বাজার দলকে ২-১ গোলে পরাজিত করে। অতিথিবৃন্দরা ১ম পুরষ্কার মোটর সাইকেল ও ২য় পুরষ্কার রঙ্গিন টেলিভিশন তাদের হাতে তুলে দেন।