সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে উজানীগাও ফুটবল টুনামেন্টেরে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উজানীগাঁও ইলিভেন ব্রাদার্স কর্তৃক আয়োজিত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় মাদফার মাঠে বিশিষ্ট মুরুব্বী সৈয়দ আহমদের সভাপতিত্বে ও সালেহ আহমদ লিটনের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, দক্ষিণ সুনামগজ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী লীগের দপ্তর স¤পাদক দিলীপ তালুকদার, জেলা কৃষকলীগ সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মছকু মিয়া, উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান, বিশিষ্ট মুরুব্বী আমিরুল ইসলাম, আব্দুল মান্নান ধনু, মনির উদ্দীন, অ্যাডভোকেট বশির উদ্দীন, সাবেক ইউপি সদস্য নূরুল হক, মইনুল ইসলাম, লায়েক মিয়া, ফতেপুর গাজী কালু একাদশ-এর টিম লিডার এবাদুর, জামিল, জয়কলস নাইন স্টার-এর টিম লিডার আমির, বাবুল, বাবলু, ইমন, জোহন সহ প্রমূখ।
ফাইনাল খেলায় জয়কলস নাইন স্টারকে ১ গোল প্রদান করে ফতেপুর গাজী কালু একাদশ জয়ী হয়। অতিথিরা বিজয়ীদের মাঝে প্রথম পুরষ্কার ২১ ইঞ্চি রঙ্গীন টেলিভিশন ও দ্বিতীয় পুরষ্কার ১৪ ইঞ্চি রঙ্গীন টেলিভিশন তাদের হাতে তুলে দেন।