সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ের প্রবীণ আলিম মাওলানা মিন্নত আলীর ইন্তেকাল দরগাহপুর মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ শায়খ জয়নুল আবেদীন সুজানগরী রহঃ-এর জীবন ও কর্মী শীর্ষক আলোচনা সভা
জামালগঞ্জের পাগনার হাওরে বজ্রপাতে হতাহত ৫

জামালগঞ্জের পাগনার হাওরে বজ্রপাতে হতাহত ৫

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ও ভীমখালি ইউনিয়নের পাগনার হাওরে ধান কাটার সময় বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই ২ কৃষক নিহত ও ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে একজন উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১১টায় হাওরের বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম কমলা কান্ত তালুকদার (৫৫)। তিনি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের খোজারগাঁও গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।
আহতরা হলেন নিহতের ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সৈকত তালুকদার (১৫), তার সহোদর পিংকু তালুকদার (২৫) ও একই গ্রামের জ্ঞান তালুকদার (৪৫) পিতা পাণ্ডব তালুকদার। এ ঘটনার খবর পেয়ে পাশের জমিতে অবস্থানকারী লোকজন এগিয়ে এসে নিহত ও আহতদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন কমলা কান্ত তালুকদারকে মৃত ঘোষণা করেন। আহত সৈকত ও প্রিন্সকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা ডা: মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতে নিহতের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান জামালগঞ্জ হাসপাতালে গিয়ে নিহত পরিবারকে সৎকার ও চিকিৎসা সেবার জন্য উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।
অপরদিকে উপজেলার ভীমখালি ইউপির কলখতখা গ্রামে মৃত মুক্তার আলীর ছেলে শ্রমিক মো. হীরন মিয়া (২৫) একই সময় কলখতখা হাওড়ে ধান কাঠা গেলে বজ্রপাতে আহত হলে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com