সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যভ্যাস চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সমম্বনিত ওয়াশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়জনে উপজেলার এফাইবিডিভি ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকারের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কাশেম, ডিপিডি মোঃ আতিকুল ইসয়ালাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়াসহ চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ প্রমূখ।