সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পর্যায়ে সরকারী-বেসরকারী ও উন্নয়ন সংস্থার মাঝে স্বাস্থ্যসম্মত ও উন্নত স্যানিটেশন বিষয়ক কর্মশালা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা আইডিই-এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
সংস্থার এমএএস আবু সাদত প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, মো. রজব আলী, মো. দুলাল মিয়া, দি হাঙ্গার প্রজেক্ট-এর সিলেট রিজিওনাল সমন্বয়কারী মো. আব্দুল হালিম, সমবায় কর্মকর্তা মো. আবু তাহের, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যািলয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ প্রমূখ।