রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বাগলী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যপী চলা সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আব্দুল কদ্দুছ (৫২) ও মস্তফা মিয়াকে (৩৫) তাহিরপুর উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিকে সুলতান মিয়া (৩০), জয়নাল মিয়া সহ (৩৮) অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, রতনপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক উমর আলী ও পার্শ্ববর্তী রঙাছড়া গ্রামের বিএনপি সমর্থক মতিন মিয়া’র গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার বিকেলে প্রথম দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতে উভয়গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।