মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাও গ্রামে সৈয়দ আহমদের বাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার উজানীগাও গ্রামে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার সহসভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহ.-এর ছাহেবজাদা মাওলানা হুছাম উদ্দীন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নাজমুল হুদা, সুপার মাওলানা আব্দুল গফফার, হাফিজ আব্দুর রশিদ, হাফিজ আব্দুল্লাহ, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদরাসা শাখার সভাপতি আমিরুল ইসলাম, আব্দুল হাফিজ, শফিকুল ইসলাম, মনির উদ্দীন, আরবী প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন, কাজী মফিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, ক্বারী শাহআলম, ক্বারী আব্দুল হক, ক্বারী সইদুল হকসহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ।
ছাহেবজাদা মাওলানা হুছাম উদ্দীন চৌধুরী এলাকা ও দেশবাসীর শান্তি কামনা করে মোনাজাত করেন।