বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ৮টি ফিটনেস বিহীন গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপালে মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ-কথা বলেন তিনি।ফিটনেস বিহীন গাড়ির মালিক-শ্রমিকদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিতেও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন।এবারের ঈদে সড়ক-মহাসড়কগুলো গাড়ি সংকট আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে কোন গাড়ি সংকট নেই। এছাড়া ৭০টি বিআরটিসি বাস প্রস্তুত রাখা হয়েছে গাড়ির সংকট মোকাবেলায়। পরে মন্ত্রী গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকার যানজট পরিদর্শন করতে যান। এসময় মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের কর্মকর্তা উপস্থিত ছিলেন।এদিকে, ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফরহাদ হায়দার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে যানজট কম থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ী ধীর গতিতে চলছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে বলেন তিনি।