মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
“শৃংখলা, নিরাপত্তা, প্রগতি” এই শ্লোগানকে সামনে নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে ট্রাফিক সপ্তাহ-২০১৮ইং, (০৫-১১ আগস্ট) পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ শান্তিগঞ্জ বাজার এলাকায় মহাসড়কে র্যালী শেষে উপজেলার হল রুমে থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও আব্দুল মজিদ কলেজের প্রভাষক মোঃ নুর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (ট্রাফিক) মোঃ রজানালী, ওসি (ট্রাফিক) নির্মল দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মোঃ আতাউর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ আহমদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক মোঃ নুরুলহক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সমাপদক ইমরান হোসেন তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান, এসআই সৈয়দ আব্দুল মান্নান, এসআই আলা উদ্দীন, এসআই ইমিতিয়াজ, প্রেসকাব সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, সাংবাদিক সফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।