সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : কুরবানি করার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার ও নদীর তীরের মসজিদ উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরকার ফিরে না আসলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার রাজধানীর মিরপুর ও কেরানীগঞ্জে পৃথক দুইটি সমাবেশে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হোছাইন কাসেমী এ হুমকি দেন। কাসেমী বলেন, আর মাত্র ৩ দিন বাকী, কুরবানির জনদুর্ভোগ সৃষ্টিকারী হঠকারী সিদ্ধান্ত বাতিল, কেরানীগঞ্জের ভেঙ্গে দেওয়া মসজিদকে পুন:নির্মাণ এবং তথাকথিত কালো তালিকাভূক্ত ঐতিহ্যবাহী ২১টি মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকার নাস্তিক-মুরতাদ এবং হিন্দুত্ববাদীদের পরামর্শে যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এতে জনগণ বিব্রতবোধ করছে। এই সিদ্ধান্ত জনমনে প্রচন্ড ক্ষোভ আর সরকারের প্রতি ঘৃণার সৃষ্টি করেছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, সময় থাকতে সঠিক পথে ফিরে আসুন। সকলের জন্যই মঙ্গল হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতী আজহারুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।