রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টফ রিপোর্টার সুনামগঞ্জ:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে। দেশের অসহায় খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নে বিশ^াসী এ সরকার। আওয়ামী লীগ এ দেশ স্বাধীন হওয়ায় যেমন ভূমিকা পালন করেছে, এ দেশকে শক্তিশালী করে তৈরি করতেও একই ভূমিকা পালন করতে চায়। এদেশের মানুষ উন্নয়নে বিশ^াসী, এই উন্নয়ন আপনাদের চোখের সামনেই। তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন এদেশের যদি উন্নয়ন চান তাহলে নৌকায় ভোট দিন। নৌকার সাথে থাকুন এ দেশের উন্নয়ন খুব দ্রুতই তরানি¦ত হবে। যদি অন্য চিন্তা করেন তাহলে এ দেশ উন্নয়ন হবেনা।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার এলাকায় হজ্ব থেকে ফিরে উপজেলাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, আওয়ামী লীগ নেতা আবাব মিয়া, দেলোয়ার হোসেন, হিরেশ পাল, উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, যুবলীগ নেতা কামরুল ইসলাম, সোহেল রানা তালুকদার, বদরুল আলম টিপু, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমূখ।
অপরদিকে শুক্রবার সকালে দামোদরতপী, খুদিরাই, চিকারকান্দি বাজার, বিকাল আড়াইটায় উজানীগাঁও পয়েন্ট, ৩টায় নোয়াখালী বাজার, সাড়ে ৩টায় গনিগঞ্জ বাজার ও সবশেষে পাথারিয়া বাজারে উপজেলাবাসীর সাথে হজ্ব পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।