রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন মোঃ নেজাবুল ইসলামকে ‘মাদার তেরেসা গোল্ড মেডেল’ প্রদান করেছে। বুধবার বিকেলে ঢাকাস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে গোল্ড মেডেলে প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক মিলন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট হোসনে অরা বেগম বাবলী এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিস পীরজাদা শহীদুল হারুন, রাজশাহীর ডিাাইজ প্রিজন মোঃ বজলুর রশীদ, যুগ্মসচিব মোঃ রুকন-উদ-দৌলা, আমেরিকা-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের ব্যবস্থধাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব আর কে রিপন। অনুষ্ঠান শেষে দিরাই উপজেলার ‘মধুপুর মানবসেবা পরিষদ’-এর সভাপতি মোঃ নেজাবুল ইসলামের হাতে ‘মাদার তেরেসা গোল্ড মেডেল’ তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে গত ২৮ আগস্ট মোঃ নেজাবুল ইসলামকে শেরেবাংলা স্মৃতি ফাউন্ডেশন নেজাবুলকে ‘শেরেবাংলা সম্মাননা স্মারক’ প্রদান করে।