শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে একতা যুব সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্র“প নির্ধারণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ২টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার একতা যুবসংঘের উদ্যোগে চিকারকান্দি বাজার সংলগ্ন আবাবিল কিন্ডার গার্টেনে পঞ্চগ্রাম উচচ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীসহ এলাকার ২ শত জন লোকের বিনামূল্যে রক্তের গ্র“প নির্ধারণ করা হয়।
আবাবিল কিন্ডার গার্টেনে বিনামূল্যে রক্তের গ্র“প নির্ধারণ পূর্ববর্তী আলোচনা সভায় আবাবিল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মনোহর আলীর সভাপতিত্বে ও একতা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক রাহাতের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সমাজসেবক এবাদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মসদ আলী, হিউমেনিটি অব ওয়েলফেয়ারের কার্যকরী সদস্য হাফেজ রফিকুল ইসলাম, একতা যুব সংঘের সিনিয়র সদস্য হাফেজ শায়েখুল ইসলাম, আবু জাহেদ।
এ সময় উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সদস্য মহি উদ্দিন, কাওসার আহমেদ, মালেক আহমেদ, জামিল আহমেদ, হাসন রাজা, লিটন আহমেদ, আবুনছর, আব্দুল করিম, মাজিদ আল হাসান, তারেক, আজিজ, রওশন ইসলাম, জায়েদ আহমেদ, রুজেল আহমদ, মাসুদ রানা, ইকবাল আহমেদ, হাফেজ সুয়েব আহমেদ, হাফেজ শফি আহমেদ, তামীম আহমেদ, রফিকুল ইসলাম, ওলিউর রহমান, ইদ্রিছ আলী, শাহজাহান প্রমুখ।