বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন।
শনিবার দুপুর ১টায় জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক নিয়ন্ত্রিত ও অফিসার্স ক্লাব, সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত “সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল”-এর নির্মানাধীন স্থায়ী ক্যাম্পাস “মোঃ নুরুল হক ভবন” পরিদর্শন করেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির সাথে ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
স্কুল পরিদর্শনের শুরুতে অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুল হক সরকার, ব্যবস্থাপনা কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন, অভিভাবক প্রতিনিধি মোঃ আল-আমিন, শিক্ষক প্রতিনিধি সাফাত উল হক চৌধুরী।
স্কুল পরিদর্শনে অতিথিকে সার্বিক বিষয় উপস্থাপন করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী। নির্মানাধীন ভবনসহ স্কুলের সার্বিক কার্যক্রম সন্তুষজনক হওয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী স্কুলের অনুকূলে ১ লক্ষ টাকা অনুদানের আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান, মিলটন চন্দ্র পাল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোঃ ইব্রাহিম আল মামুন মোল্লা, সমাজসেবা অফিসার (রেজিঃ) কোহিনূর সুলতানা। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) ডাঃ মোঃ তানজিল হক প্রমুখ।