বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচারণার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা এমপি এড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হুসনা হুদার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সীতা বেগম, ফৌজিআরা বেগম শাম্মী, নাসিমা চৌধুরী এলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সাংগঠনিক সম্পাদক মাজেদা আক্তার, তাহমিনা বেগম, সৈয়দা ফারজানা ইমা, স্মৃতি পুরকায়স্থ, সালেহা বেগম প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হিসেবে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে কাজে লাগাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই নারীরা এখন আর ঘরে বসে না থেকে নিজের পায়ে দাড়ানোর লক্ষ্যে আজ সংসদে নারী স্পিকার, মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিটি স্তরে নারীদের উপস্থিতি লক্ষণীয়। আগামী একাদশ জাতীয় নির্বাচনে সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে মহিলা আওয়ামী লীগের সকলকে গ্রাম-গঞ্জে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি সুনামগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ী করার জন্য আহবান জানান।