রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শিক্ষায় আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নিতে বাধ্য হলো সরকার। শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের প্রথম থেকেই ভ্যাট প্রত্যাহার না করার সিদ্ধান্তে অনড় ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ভ্যাট নিয়ে প্রতিনিয়ত তার বিরূপ মন্তব্যে দিন দিন ক্ষুব্ধ হয়ে ওঠেছিল শিক্ষার্থীরা। শিক্ষা থেকে ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। বিশিষ্ট শিক্ষাবিদ, আইনবিদ, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন ও বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টার পর পরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৬ষ্ট দিনের অবরোধ কর্মসূচির প্রথম প্রহর অর্থাৎ বেলা ১২ টার পরই সরকারের পক্ষ থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসে। সরকারের এই ভ্যাট প্রত্যাহারের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত হলো শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের বিজয়।